দোয়া কুনুত


 দোয়া কুনুত 

বিতর ৩য় রাকাতে শেষাংশে পুনঃ তাকবীর বলে হাত বাধার পর এই দোয়া পাঠ করা হয়।

উচ্চারণ—

আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, ওয়া নাস্তাগফিরুকা, ওয়া নু'মিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু 'আলাইকা, ওয়া নুছনী 'আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস'আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্ফারি মুলহিক্ক।


শুদ্ধ উচ্চারণের সুবিধার্থে আরবী নিচে দেয়া হল। যারা আরবীতে পারদর্শি নয় বাংলা মুখস্ত করে আরবীতে চোখ রাখলে সহ্জে উচ্ছারণ শুদ্ধ হবে। যারা বুঝতে ইচ্ছুক তাদের সুবিধার্থে সবশেষে অর্থ দেয়া হল।

আরবী হরফে :—

‎اَللَّهُمَّ اِنَّا نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ


অর্থ

হে আল্লাহ আমরা আপনারই সাহায্য চাই, আপনার নিকটই ক্ষমা চাই, আপনার প্রতিই ঈমান রাখি, আপনার ওপরই ভরসা করি এবং সকল কিছু আপনার দিকে ন্যস্ত করি। আমরা আপনার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না, এবং যারা আপনার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ আমরা আপনারই দাসত্ব করি আপনার জন্যই নামায পড়ি এবং আপনাকেই সিজদাহ করি, আমরা আপনার দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা আপনার রহমত, আশা করি এবং আপনার  আযাবকে ভয় করি আর আপনার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।

——–————

এই দোয়াটি হানাফী মাযহাবের মতানুযায়ী।অনেকে নিম্নোক্ত দোয়াটিও পড়ে থাকেন—👇🏾

উচ্চারণ

আল্লাহুম্মাহ দিনী ফীমান হাদাইত, ওয়া’আ-ফিনী ফীমান ‘আ-ফাইত, ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লাইত, ওয়া বা-রিক লী ফীমা আ’তাইত, ওয়াক্বিনী শাররামা ক্বাদাইত, ইন্নাকা তাক্বদী ওয়ালা ইউক্‌দা ‘আলাইকা, ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, ওয়ালা ইয়াইয্‌যু মান ‘আ-দাইত, তাবা-রাকতা রব্বানা ওয়া তা'আলাইত।


অর্থ

হে আল্লাহ! আপনি যাদেরকে হেদায়াত করেছেন তাদের মধ্যে আমাকেও হেদায়াত দিন, আপনি যাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন তাদের মধ্যে আমাকেও নিরাপত্তা দিন, আপনি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন, তাদের মধ্যে আমার অভিভাবকত্বও গ্রহণ করুন, আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন। আপনি যা ফয়সালা করেছেন তার অকল্যাণ থেকে আমাকে রক্ষা করুন। কারণ আপনিই চূড়ান্ত ফয়সালা দেন, আপনার বিপরীতে ফয়সালা দেওয়া হয় না। আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন সে অবশ্যই অপমানিত হয় না এবং আপনি যার সাথে শত্রুতা করেছেন সে সম্মানিত হয় না। আপনি বরকতপূর্ণ হে আমাদের পালনকর্তা ! আর আপনি সুউচ্চ-সুমহান।

——————

আল্লাহ্ ! আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ।আমিন।

Comments